অ্যাকসেসিবিলিটি লিংক

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


পদ্মা সেতু
পদ্মা সেতু

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন বহুল আলোচিত পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, “বঙ্গবন্ধু পরিবারের কারও নামে নয়, শুধু পদ্মা নদীর নামে সেতুটির নামকরণ করা হবে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন”।

ইতিমধ্যে পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। ১৭ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যানবাহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।

XS
SM
MD
LG