অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:21 0:00

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৯টি শিশু ও দু’জন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো স্কুলে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে একটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮ বছর বয়সী ওই বন্দুকধারীকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার টেক্সাসের স্কুলে গণহত্যার পর আগ্নেয়াস্ত্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। নতুন আইন পাস করতে বছরের পর বছর ব্যর্থতার প্রেক্ষাপটে বাইডেন জাতির উদ্দেশ্যে বলেন, “আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”

ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার বুধবার জানিয়েছে, তারা কোভিড-১৯ চিকিৎসার জন্য প্যাক্সলোভিড এবং স্তন ক্যান্সার চিকিৎসার ওষুধ ইবরেন্স যা প্রচুর বিক্রী হয় সেগুলো সহ তাদের পেটেন্টকৃত সব ওষুধ তৈরি করবে যা বিশ্বের দরিদ্রতম ৪৫টি দেশে অলাভজনক মূল্যে পাওয়া যাবে।

XS
SM
MD
LG