অ্যাকসেসিবিলিটি লিংক

৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে হাদিসুরের পরিবার


মো. হাদিসুর রহমান। (ছবি- মো. হাদিসুর রহমানের পরিবারের সৌজন্যে)
মো. হাদিসুর রহমান। (ছবি- মো. হাদিসুর রহমানের পরিবারের সৌজন্যে)

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। জাহাজের অন‍্য সদস‍্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়া নিহত হাদিসুরের ভাইকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (বিএসসি) চাকরি দেয়ার ব‍্যবস্থা করা হয়েছে। তার ভাই ১লা জুন বিএসসিতে যোগদান করবেন।

বৃহস্পতিবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ‍্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

উল্লেখ‍্য, এবছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ‍্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

XS
SM
MD
LG