অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা টেস্ট: সাকিবের পাঁচ উইকেট, শ্রীলঙ্কার ১৪১ রানের লিড


ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমার উইকেট নেওয়ার পর বাংলাদেশের সাকিব আল হাসানের অভিব্যক্তি। (ছবি মুনির উজ জামান/এএফপি)
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমার উইকেট নেওয়ার পর বাংলাদেশের সাকিব আল হাসানের অভিব্যক্তি। (ছবি মুনির উজ জামান/এএফপি)

বাংলাদেশের, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ মে) শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে ৯৬ রানে ৫ উইকেট নিয়ে টেস্টে সাকিব আল হাসান আবারও পাঁচ উইকেটের রেকর্ড গড়েছেন।

এই ফরম্যাটে এটি ছিল সাকিবের ১৯তম পাঁচ উইকেট শিকার।

তবে, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্ডিমালের জোড়া সেঞ্চুরিতে ১৪১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।

চান্ডিমাল ১২৪ রানে আউট হলেও, ম্যাথিউস ১৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সাকিব পাঁচটি এবং এবাদত হোসেন চারটি করে উইকেট নেন।

ষষ্ঠ উইকেটে, ম্যাথুস ও চান্ডিমালের ১৯৯ রানের জুটিতে, ১৪১ রানের লিড নিয়ে ৫০৬ রানে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।

এর আগে,মুশফিকুর রহীম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে, ৩৬৫ রান করে বাংলাদেশ।

XS
SM
MD
LG