অ্যাকসেসিবিলিটি লিংক

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ টেক্সাসের স্কুলে দেরিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল


টেক্সাসের উভালডে-তে রব প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখছেন, টেক্সাস জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্র, ২৭ মে ২০২২।
টেক্সাসের উভালডে-তে রব প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখছেন, টেক্সাস জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্র, ২৭ মে ২০২২।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের প্রধান শুক্রবার বলেন যে, একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালনার ঘটনায় সাড়া দিতে যাওয়া পুলিশ, বন্দুকধারী ব্যক্তি যেই শ্রেণীকক্ষে অবস্থান করছিল সেখানে প্রবেশ না করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা ভেবেছিল যে শিক্ষার্থীরা আর কোন ঝুঁকির মধ্যে ছিল না।

টেক্সাসের উভালডে’র রব প্রাথমিক বিদ্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে, জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্র বলেন, মঙ্গলবারে বিদ্যালয়ে গোলাগুলির ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভেবেছিলেন যে, বন্দুকধারী ব্যক্তি আর সক্রিয়ভাবে গুলি করছেন না বা শিশুদের জন্য কোন হুমকি নেই। তিনি ভেবেছিলেন যে, ঘটনাটি একটি জিম্মি পরিস্থিতিতে রূপ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর বিশেষ দলের এসে পৌঁছানোর জন্য অপেক্ষা করা যেতে পারে।

ম্যাক্র জানান যে, পিট আরেডনডো ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি উভালডের সম্মিলিত স্কুল ডিস্ট্রিক্ট এর পুলিশ প্রধান।ম্যাক্র সংবাদদাতাদের বলেন যে, পিছনে ফিরে দেখলে এখন মনে হয় যে, বন্দুকধারীকে মোকাবেলার জন্য অপেক্ষা করা “ভুল সিদ্ধান্ত ছিল”।

মঙ্গলবারের ঘটনায় বন্দুকধারীকে মোকাবেলায় দেরি করায়, উভালডের পুলিশ অভিভাবক এবং ঘটনাস্থলে উপস্থিত মানুষদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বন্দুকধারী ঐ ব্যক্তির নাম সালভাডোর রামোস। ১৮ বছর বয়সী রামোস, তালা খোলা থাকা একটি দরজা দিয়ে বিদ্যালয়ে ঢুকে পড়ে এবং ১৯ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষককে হত্যা করে।


টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট শুক্রবার বলেন যে, ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া সম্পর্কে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে অ্যাবট পুলিশের প্রতিক্রিয়ার প্রশংসা করেছিলেন। তবে শুক্রবার তিনি বলেন যে, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে জানতে পারায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তিনি পুলিশের কার্যক্রমগুলোকে “পুঙ্খানুপুঙ্খরূপে, সম্পূর্ণরূপে” তদন্তের আহ্বান জানান।


XS
SM
MD
LG