বাংলাদেশে, ঈদুল আজহাকে সামনে রেখে, বাজার স্থিতিশীল রাখতে, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
শনিবার (২৮ মে) বাংলাদেশের রাজধানী ঢাকার, মোহাম্মদপুর টাউন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী এ আহ্বান জানান।
বৈঠকে, মোস্তফা আজাদ দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এবং বৈশ্বিক বাজার সংকটকে পুঁজি না করার আহ্বান জানান।
এসময় তিনি, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করতে, বাজার মনিটরিং করার জন্য বাজার কমিটিকে নির্দেশ দেন।
সভা শেষে মোস্তফা আজাদ সাংবাদিকদের বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত মসলার কোনো সংকট নেই। পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরির জন্য দায়ী কাউকে খুঁজে পেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
চিনি, লবণ, ময়দা ইত্যাদির ডিলার তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিল মালিকদের প্রতিআহ্বান জানান তিনি।
মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) জানান, “যেসব দোকানে বেশি দামে পণ্য মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে, সমিতি সেগুলো বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতেও এমন ব্যবস্থা নেয়া হবে।”