অ্যাকসেসিবিলিটি লিংক

পটুয়াখালীতে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত স্বামী আটক


আটক আবদুল জলিল
আটক আবদুল জলিল

বাংলাদেশের পটুয়াখালী জেলার, দুমকিতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে, স্বামীকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সামন্ত গ্রামের বাড়ি থেকে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে আবদুল জলিলকে আটক করে পুলিশ।

পটুয়াখালীর, বাউফল-দুমকি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহেদ চৌধুরী বলেন, “আমাদের জেলা পুলিশ সুপার ( মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম)'র প্রচেষ্টায় এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সহযোগিতায়, অল্প সময়ের মধ্যে আবদুল জলিলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।”

বৃহস্পতিবার রাত (২৬ মে) দেড়টার দিকে, দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাসিয়া গ্রামের বাবার বাড়িতে ঘুমন্ত স্ত্রী ইতি বেগমের গায়ে পেট্রোল দিয়ে আগুন দিলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। পরে, কৌশলে জলিল বাড়ি থেকে পালিয়ে যান। অগ্নিদগ্ধ অবস্থায় ইতিকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে শুক্রবার (২৭মে) সকাল ৭ টার দিকে ইতির মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর ইতির মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতির বাবা বাদি হয়ে জলিলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।”

XS
SM
MD
LG