অ্যাকসেসিবিলিটি লিংক

সাত রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন


বাংলাদেশের, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া দুই পরিবারের সাত সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। শনিবার (২৮ মে) সন্ধ্যায়, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক- এফ১৪ থেকে আটকের পর তাদের ক্যাম্প ইনচার্জের সহযোগিতায় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গারা ভারত থেকে পালিয়ে এসেছে।

আটক রোহিঙ্গারা হলেন- মুসা আলীর ছেলে সাজান (২২), সাজানের স্ত্রী হামিদা বেগম (২০), সাজানের ছেলে ইব্রাহিম (৩), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ তাহির (৩৩), সৈয়দ হোসেনের ছেলে আনোয়ার কলিম (২৫), মোহাম্মদ তাহির মেয়ে সাইমা (৫) ও তাঁর বোন রমিনা (২)। তারা সবাই ভারত থেকে পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক আটকের সত্যতা নিশ্চিত করেন।

নাঈমুল হক বলেন, “ক্যাম্পে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।”

তিনি বলেন, “আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।”

XS
SM
MD
LG