যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলির ঘটনা “এতটাই অবনতির দিকে গেছে” যে যারা বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে তারাও এই ধ্বংসযজ্ঞ কমাতে আরও “যৌক্তিক” হয়ে উঠেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন রকেট সিস্টেম পাঠাবে না যা রাশিয়ায় পৌঁছাতে পারে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র কিয়েভে উন্নতমানের দূরপাল্লার রকেট সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ঐ মন্তব্য করেন।
সোমবার ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়ালের একশ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতি বছর লিঙ্কন মেমোরিয়াল দেখার জন্য লক্ষ লক্ষ দর্শক সমাগম ঘটে যারা এটি দেখে মুগ্ধ হন।