অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটর ৬০০ জনের বেশি রুশ সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে চিহ্নিত করেছেন


নেদারল্যান্ডসের দ্য হেগ-এ কথিত যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে একটি সংবাদ সম্মেলনের পর ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। ৩১ মে, ২০২২।
নেদারল্যান্ডসের দ্য হেগ-এ কথিত যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে একটি সংবাদ সম্মেলনের পর ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। ৩১ মে, ২০২২।

ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটর বলেছেন, তিনি ৬০০ জনের বেশি সন্দেহভাজন যুদ্ধাপরাধী রুশকে চিহ্নিত করেছেন। দ্য হেগ-এ এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, সন্দেহভাজনদের মধ্যে ৮০ জনের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি বিচার শুরু হয়েছে যার মধ্যে “শীর্ষ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং রাশিয়ার প্রোপাগান্ডা এজেন্টরা” রয়েছেন।

এস্তোনিয়া, লাটভিয়া,স্লোভাকিয়া,লিথুয়ানিয়া এবং পোল্যান্ডও তদন্তে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন ভেনেডিক্টোভা।

এছাড়াও দলটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে কাজ করছে যা মার্চ মাসে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।

ভেনেডিক্টোভা বলেন, “আমাদের সঠিকভাবে সবকিছু সংগ্রহ করা এবং রক্ষা করা উচিত। যেকোনো আদালতে এগুলো গ্রহণযোগ্য প্রমাণ হওয়া উচিত।“

রাশিয়া ক্রমাগত অস্বীকার করেছে যে তারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

XS
SM
MD
LG