অ্যাকসেসিবিলিটি লিংক

সঙ্গীতশিল্পী কেকে আর নেই


কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে
কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে

লাইভ শো চলছিল কলকাতার নজরুল মঞ্চে। গানের অনুষ্ঠানের পরেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে।

মঙ্গলবার কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কে কে । তার লাইভ শো চলছিল নজরুল মঞ্চে। অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করছিলেন কে কে। সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেও গিয়েছিলেন তিনি। তারপর দ্রুত তাকে আলিপুরের সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

‘হাম দিল দে চুকে সনম’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন কে কে। তার সবচেয়ে জনপ্রিয় গানের অ্যালবাম ‘পল’। আলবিদা থেকে শুরু করে খুদা জানে, আখোঁ মে তেরি কিংবা ইয়ে হ্যায় পেয়ার কে পল- প্রতিটা গানে নিজের জাত চিনিয়েছেন কে কে। তার গান যেন এক মুঠো নস্টালজিয়া। কে কে-র এমন ভাবে হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না অনুরাগীরা। মঙ্গলবার রাতে গোটা ভারতের সঙ্গীতজগতে যেন শোকের পাহাড় নেমে এসেছে। স্তব্ধ হয়েছে সমস্ত সুর।

XS
SM
MD
LG