অ্যাকসেসিবিলিটি লিংক

বোরকা পরায় শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট


বাংলাদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে ‘হয়রানি-হেনস্তার’ অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী মোহাম্মদ আহসান ও ইলিয়াছ আলী মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে, আইনজীবী মোহাম্মদ আহসান বলেন, “বোরকা পরায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানিয়ে ৬০ দিনের মধ্যে শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১১ আগস্ট শুনানির পরবর্তী তারিখ রেখেছেন আদালত।”

যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে, সেগুলো হলো- নওগাঁ জেলার মহাদেবপুরের বারবারপুর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ব্রোজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, সিলেট জেলার গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী জেলার সেনবাগের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের মীরসরাইয়ের জোয়ারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের চন্দলাইশের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বোরকা পরায়, স্কুলছাত্রী ও অভিভাবক হয়রানির ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলম। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে, একই বছরের ১ জুলাই হাইকোর্ট রুল দেন। রুলে, নির্ধারিত স্কুলড্রেসের ওপর বোরকা পরায় বিভিন্ন স্কুল ও কলেজে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

আগের রিটের সূত্র ধরে, বোরকা পরায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ নিয়ে, গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে, গত মাসে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগের তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

XS
SM
MD
LG