অ্যাকসেসিবিলিটি লিংক

রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান আড়ম্বরের সাথে শুরু


ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনের সময় লন্ডনের জনসাধারণ দ্য মলের স্ট্যান্ড থেকে ট্রুপিং দ্য কালার দেখছেন। ২ জুন, ২০২২।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনের সময় লন্ডনের জনসাধারণ দ্য মলের স্ট্যান্ড থেকে ট্রুপিং দ্য কালার দেখছেন। ২ জুন, ২০২২।

ঘোড়া আর কামানের যুগ থেকে জেট বিমানের যুগ পর্যন্ত ব্রিটিশ সামরিক ঐতিহ্য প্রদর্শনের মধ্য দিয়ে সিংহাসনে রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে চার দিন ব্যাপী উদযাপন শুরু হয়েছে।

৯৬ বছর বয়সী রানী হলেন ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী শাসক এবং প্রথম ব্যক্তি যিনি সিংহাসনে ৭ দশকের মাইলফলক ছুঁয়েছেন। এই জয়ন্তী অনেক মানুষকে, এমনকি প্রায়শই রাজতন্ত্রের প্রতি উদাসীন মানুষদেরও জাতির অবস্থা এবং রানীর শাসনামলে যে বিশাল পরিবর্তনগুলো ঘটেছে তা নিয়ে ভাবার একটি সুযোগ দিচ্ছে।

একটি লিখিত জয়ন্তী বার্তায় রানী ব্রিটেন এবং কমনওয়েলথ জুড়ে উদযাপনের আয়োজনে জড়িত লোকজনদের ধন্যবাদ জানিয়েছেন। অনেকের কাছে এই উপলক্ষ্য দুই বছরেরও বেশি আগে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর ্কোনো বড় উদযাপনের প্রথম সুযোগ।

বিশ্বনেতারা রানীকে অভিনন্দন জানিয়েছে্ন। ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রঁ রানীকে “আমাদের দুই দেশকে আবদ্ধ করে এমন সোনার সুতো” এবং আন্তর্জাতিক মঞ্চে “অতি অল্প সংখ্যক ধ্রুব”র অন্যতম বলে অভিহিত করেছেন।

বাকিংহাম প্যালেসের অনুষ্ঠান উদযাপনে প্রিন্স চার্লস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সাসেক্সের ডিউক এবং ডাচেস এই দৃশ্য দেখতে রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগ দেন। জয়ন্তী উদযাপনে অংশ নিতে হ্যারি এবং মেগান ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়ি থেকে ব্রিটেন গেছেন ।

XS
SM
MD
LG