হারিনি লোগান স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি (জাতীয় বানান প্রতিযোগিতা) থেকে একবার ছিটকে গেলেও, তার দেওয়া উত্তরটিই পরে ঠিক প্রমাণিত হওয়ায় তাকে আবারও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বিক্রম রাজুর সাথে এক কঠোর প্রতিযোগিতায় তিনি চারটি শব্দ ভুল করেন, যার মধ্যে একটি এমন শব্দ ছিল যেটি ঠিক বললে তিনি প্রতিযোগিতা জিতে যেতে পারতেন।
প্রতিযোগিতায় এই প্রথমবারের মত বিদ্যুৎগতি টাইব্রেকারে হারিনি অবশেষে বিজয়ীর ট্রফি হাতে পান।
টেক্সাসের স্যান অ্যান্টোনিও থেকে আসা ১৪ বছর বয়সী হারিনি অষ্টম শ্রেণীর ছাত্রী। তিন বছর আগে হওয়া শেষ সামনাসামনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। মহামারি পেরিয়ে আবারও ফিরে আসেন হারিনি। ৯০ সেকেন্ড ধরে চলা এক পর্বে তিনি ২১ টি শব্দ ঠিক বানান করেন। বিক্রমের থেকে ছয়টি শব্দ বেশি ঠিক বলে তিনি বিজয়ী হন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবচেয়ে ভালো প্রতিযোগীদের মধ্যে একজন হিসেবে পরিচিত হারিনি। তার স্থিরতা ও ইতিবাচক মনোভাবের জন্য তিনি দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। নগদ ও অন্যান্য পুরস্কার মিলিয়ে তিনি মোট ৫০,০০০ ডলারেরও বেশি পুরস্কার পেয়েছেন।
হারিনি এই প্রতিযোগিতার পঞ্চম বিজয়ী যিনি গ্রেস ওয়াল্টার্স এর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত। ওয়াল্টার্স নিজেও এক সাবেক প্রতিযোগী, যিনি টেক্সাসের বাসিন্দা এবং রাইস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছেন। যদি তেমন হয়, তাহলে হারিনি সেই অবস্থানে চলে আসতে পারেন।
সামনাসামনি হওয়া সবশেষ প্রতিযোগিতায় কোন টাইব্রেকার পর্ব ছিল না। সেইবার প্রতিযোগিতা আটজনের মধ্যে টাই হয়ে শেষ হয়। এরপর ২০২০ সালের প্রতিযোগিতা মহামারির কারণে বাতিল করা হয়। ২০২১ সালের প্রতিযোগিতা প্রায় পুরোটাই ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়। সে বছর ফ্লোরিডায় অনুষ্ঠিত ফাইনাল পর্বে মাত্র ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। জাইলা অ্যাভান্ট-গার্ড প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে সেইবার বিজয়ী হন।