বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়, সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মানিক রানা জানান, “শুক্রবার বিকালে নুর আলম আম খাওয়ানোর কথা বলে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে, নুর আলম পালিয়ে যায়।”
পরে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৪ জুন) তার ডাক্তারি পরীক্ষা করার কথা বলেও জানান তিনি।
তদন্ত কর্মকর্তা জনান, “এ ঘটনায় অভিযুক্ত নুর আলমের বিরুদ্ধে, ধর্ষণের শিকার শিশুর মা থানায় মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”