পদ্মা সেতু নির্মাণের বিরোধিতাকারী বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৪ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন অব উইমেন ড্রাইভার: এ স্টেপ টুয়ার্ড রোড সেফটি’- শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।”
বিএনপিকে বড় দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “আমরাও চাই তারা নির্বাচনে আসুক। তারা যদি ক্ষমতার পরিবর্তন চায়, তাহলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বিএনপি, শেখ হাসিনাকে দেশে-বিদেশে হত্যার হুমকি দিচ্ছে। তারা ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটানোর হুমকি দিচ্ছে।”
যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন, তাদের নিয়ন্ত্রণ করতে তিনি বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান।
এর আগে, ব্র্যাক আয়োজিত প্রশিক্ষিত নারী চালকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহ।
পরে, ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ওবায়দুল কাদের।