অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা উদ্বেগের কারণে বলকান ক্যাম্পে কিছু আফগানের যুক্তরাষ্ট্রের যাত্রা আটকে গেছে


মুহম্মদ আরিফ সারওয়ারির দেওয়া এই ছবিটিতে দেখা কসোভোর ক্যাম্প বন্ডস্টিলে আফগানিস্তান থেকে পালিয়ে আসা আফগানরা বিক্ষোভ করছে। ১লা জুন, ২০২২
মুহম্মদ আরিফ সারওয়ারির দেওয়া এই ছবিটিতে দেখা কসোভোর ক্যাম্প বন্ডস্টিলে আফগানিস্তান থেকে পালিয়ে আসা আফগানরা বিক্ষোভ করছে। ১লা জুন, ২০২২

গত গ্রীষ্মে তালিবান আফগানিস্তান দখল করার পর যে সকল আফগানকে উচ্ছেদ করা হয়েছিল তাদের মধ্যে কিছু আফগানিদের যুক্তরাষ্ট্রে যাওয়া স্থগিত হয়ে গেছে এবং সম্ভবত সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাঁরা বলকান অঞ্চলে একটি আমেরিকান ঘাঁটির রোদে পুড়ে যাওয়া তাঁবু ও অস্থায়ী বাসস্থানে অপেক্ষা করছিলো।

যদিও আগস্ট থেকে ৭৮,০০০ জনেরও বেশী আফগান পুনর্বাসনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। তবে যাদের অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে এবং ছোট দেশ কসোভোর ক্যাম্প বন্ডস্টিলে পাঠানো হয়েছে, তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র তাদেরকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করবে না, যেখানে কিনা তারা প্রতিশোধের মুখোমুখি হতে পারে।

তাদের হতাশা বাড়ছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে গোপন ঘাঁটিতে থাকা কিছু আফগান একটি প্রতিবাদ মঞ্চস্থ করার ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। সেখানে তাঁরা "আমরা ন্যায়বিচার চাই" এর মতো বার্তা তুলে ধরেছে।

আফগানদের একজন মুহাম্মদ আরিফ সারওয়ারি বেস থেকে একটি টেক্সট বার্তায় বলেছেন, "তারা শুধু একই জিনিসের পুনরাবৃত্তি করতে থাকে, এতে সময় লাগে এবং আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে।"

এই অভিযোগগুলি আফগান পুনর্বাসনের একটি দিক উন্মোচন করেছে , যা খুব কম মনোযোগ পেয়েছে কারণ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এবং কসোভো সরকার, বন্ডস্টিলে পাঠানো আফগানদের সম্পর্কে তেমন কিছু বলতে নারাজ।

ঐ ঘাঁটিতে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা রয়েছে, কারণ কিছু লোক যারা এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভিসা পেতে ব্যর্থ হয়েছে তারা পরিবারের সাথে রয়েছে। আফগান সরকারের প্রাক্তন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা সারওয়ারি বলেছেন, বুধবার ২৭ জন শরণার্থীকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইট রওনা হওয়ার পরে সেখানে প্রায় ৪৫ জন লোক রয়েছে, এবং এর মধ্যে প্রায় ২০ জনের ব্যক্তিগত ভিসার সমস্যা রয়েছে।

বাইডেন প্রশাসন বিশদ কোন তথ্য সরবরাহ করবে না, তবে স্বীকার করেছে যে কিছু উদ্ধারকৃত লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়নি কারণ একটি বহু-স্তরযুক্ত, কঠোর স্ক্রীনিং এবং যাচাইকরণ প্রক্রিয়ার ফলাফলে তাদের অনুমতি দেওয়া হয়নি।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র শন স্যাভেট বলেছেন, "যদিও এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক আফগানকে স্থানান্তরিত করা হয়েছে, তবে অল্প সংখ্যক ব্যক্তি যাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে তা হল সিস্টেমটি ঠিক যেভাবে কাজ করা উচিত সেভাবেই কাজ করেছে।"

XS
SM
MD
LG