বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে, নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে।
নিখোঁজ হওয়ার সাতদিন পর, শনিবার (৪ জুন) বিকাল ৫টায়, তিনি তার বড় ভাই মাসুম শিকদারকে ভারতের চেন্নাই থেকে ফোন করেছেন বলে জানিয়েছেন, তার ভাই মাসুদ শিকদার।
মাসুদ জানান, “গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে, নিখোঁজ হন ফিরোজ শিকদার।”
ফিরোজ শিকদারের বরাত দিয়ে মাসুম বলেন, ‘সৈকতে গোসল করতে নামার পর, ঢেউ ও স্রোতের টানে গভীর সমুদ্রে ভেসে যান ফিরোজ।পরে, সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘন্টা ভেসে থাকার পর, ভারতের সীমানায় পৌঁছালে, জেলেরা তাকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের কাছে তুলে দেয়। কোস্টগার্ড তাকে ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতের প্রশাসনের জিম্মায় রয়েছেন।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, “বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।”
ফিরোজ শিকদারের বাড়ি পটুয়াখালী জেলার আমখোলা গ্রামে।