অ্যাকসেসিবিলিটি লিংক

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড


বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায়ে, ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৬ জুন) দুপুরে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আরিফুল ইসলাম (৩০), জামাল হোসেন (২০), সুমন (৩১), লোকমান, শফিক ও সুমন নামে আরও এক ব্যক্তি। এদের মধ্যে, শেষোক্ত সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন আহমেদ বলেন, “২০০৯ সালের ১১ আগস্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এর জের ধরে, আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যার জন্য উল্লেখিত ছয় খুনিকে ১০ হাজার টাকায় ভাড়া করেন। পরে, খুনিরা খাদিজাকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আব্দুর রহমান, খুনিদের নিয়ে খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে এবং মরদেহ পাশের একটি ডোবায় গুম করে রাখে। এরপর, ভাড়া করা খুনিদের টাকা না দেয়ায়, একই সময় খুনিরা আব্দুর রহমানকেও খুন করে একই ডোবায় লাশ গুম করে। এ ঘটনায়, খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।”

“এ মামলায়, আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেছেন”; জানান পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন আহমেদ।

XS
SM
MD
LG