অ্যাকসেসিবিলিটি লিংক

কম্বোডিয়ার স্থানীয় নির্বাচনে হুন সেনের দল বড় ব্যবধানে জয়ীঃ প্রাথমিক ফলাফল


স্থানীয় কমিউন নির্বাচনের সময়ে নম পেন-এর এক ভোটকেন্দ্রে কম্বোডিয়ার নির্বাচন কর্মকর্তারা ব্যালট গণনা করছেন, ৫ জুন ২০২২।
স্থানীয় কমিউন নির্বাচনের সময়ে নম পেন-এর এক ভোটকেন্দ্রে কম্বোডিয়ার নির্বাচন কর্মকর্তারা ব্যালট গণনা করছেন, ৫ জুন ২০২২।

প্রাথমিক অনুমানে মনে হচ্ছে যে, রবিবারের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে। সরকারপন্থী কর্মকর্তা ও দেশটির নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের প্রচারিত প্রাথমিক ফলাফলের তথ্য থেকে এমনটি দেখা যায়।

জাতীয় নির্বাচন কমিটির মতে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৮০.১৯% আর ৩টায় ভোট গ্রহণ বন্ধের সময়ে তা ৭৭.৯১% তে গিয়ে দাঁড়ায়। কম্বোডিয়ার প্রায় ৯২ লক্ষ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত এবং ভোটদানের যোগ্য বিবেচিত। ২৬ জুন সরকারি টালি ঘোষণা করার আশা করা হচ্ছে।

দেশজুড়ে ১,৬৫২টি কমিউন দফতরের জন্য হওয়া ভোটে ১১,৬২২টি কাউন্সিল আসনের জন্য ভোট লড়াই অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে, দীর্ঘকালীন স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বাধীন সিপিপি ৯,০০০-এর বেশি আসনে জয়লাভ করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত প্রাথমিক ফলাফলে এমন তথ্য পাওয়া যায়। ১৬৫২টি কমিউন প্রধানের পদের মধ্যে সিপিপি ১৬৪৮টিতে জয়লাভ করে।

রবিবার বিরোধীদল এবং স্থানীয় অধিকার সংস্থা এলআইসিএডিএইচও জানায় যে, স্থানীয় সময় ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তারা অভিযোগ করে যে, বেশ কিছু ভোট কেন্দ্রে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। ঐসব কেন্দ্রের দরজা ও জানালা বন্ধ করে রেখে ভোটগণনা যাচাই করার সুযোগ দেওয়া হয়নি। বিরোধীদলীয় প্রতিনিধিদের ভয়ভীতি প্রদর্শনের কৌশল অবলম্বন করা হয়েছে বলেও তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

দ্য ক্যান্ডেললাইট পার্টি (সিএলপি) নির্বাচন প্রক্রিয়াকে “কারচুপি করা” এবং “ইতিহাসের জঘন্যতম” হিসেবে ব্যাখ্যা করে সমালোচনা করেছে। “দুর্বল” নির্বাচন কর্তৃপক্ষের দ্বারা ক্ষমতাসীন দলের প্রতি নিয়মতান্ত্রিক “পক্ষপাত” এর কথাও উল্লেখ করে বিরোধীদলটি। সোমবার, দলটির নেতৃস্থানীয়রা এমন কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে, তারা এও জানান যে, অসন্তোষের সাথে হলেও, নিজেদের বিজয়ী হওয়া আসনগুলো তারা গ্রহণ করবেন।

XS
SM
MD
LG