অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে রক্ষা পেয়েছেন


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের ব্ল্যাকপুলে কনজারভেটিভ পার্টির বসন্তকালীন সম্মেলনে বক্তৃতা করছেন। ১৯ মার্চ, ২০২২।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে রক্ষা পেয়েছেন। তিনি নিজ পদে টিকে থাকতে তার দল কনজারভেটিভ পার্টির কাছ থেকে যথেষ্ঠ সমর্থন পান। তবে তার বিরুদ্ধে জোরালো একটা বিদ্রোহ নেতা হিসেবে তার অবস্থানকে দুর্বল এবং ভবিষ্যৎ অনিশ্চিৎ করেছে। ৩৫৯ জন কনজারভেটিভ সাংসদের মধ্যে তিনি ২১১ জনের সমর্থন পান। ১৪৮ জন তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

মাসের পর মাস ধরে জনসন নৈতিকতা সংক্রান্ত কেলেঙ্কারি বিশেষ করে কোভিড-১৯ লকডাউন চলাকালীন সরকারি ভবনগুলোতে নিয়ম ভঙ্গের ঘটনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছেন।

গত মাসের শেষের দিকে ‘পার্টিগেট’ নামে পরিচিত একটি ঘটনার তদন্ত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর ১০ নং ডাউনিং স্ট্রিট অফিসের অভ্যন্তরে নিয়ম ভঙ্গের সংস্কৃতির নিন্দা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী এ ব্যাপারে বলেছিলেন, তিনি ‘নমনীয়’ এবং ঘটনার ‘সম্পূর্ণ দায়িত্ব’ নিচ্ছেন- তবে জোর দিয়ে বলেছেন যে, এখন ‘এগিয়ে যাওয়ার’ সময় এবং ব্রিটেনের বিপর্যস্ত অর্থনীতি এবং ইউক্রেনের যুদ্ধের দিকে মনোনিবেশ করার সময় এসেছে।

XS
SM
MD
LG