হোয়াইট হাউজ এই সপ্তাহে যুক্তরাষ্ট্র আয়োজিত সামিট অফ দ্য আমেরিকাস থেকে কিউবা, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়াকে বাদ দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট পশ্চিম গোলার্ধের সব দেশকে আমন্ত্রণ জানানো না হলে সম্মেলনে যোগ না দেয়ার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন এই সম্মেলনে স্বৈরশাসকদের আমন্ত্রণ জানানো উচিত নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার বলেন, “বিশ্বাসযোগ্য খবর” রয়েছে যে রাশিয়া ইউক্রেনের শস্য "চুরি" করে রপ্তানি করছে তা বিক্রি করে লাভ করার জন্য। ওয়াশিংটন গত মাসে আফ্রিকার ১৪টি দেশকে সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া চুরি করা ইউক্রেনের শস্য বিদেশের ক্রেতাদের কাছে পাঠানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে এখন AR-15-এর মতো আধা-স্বয়ংক্রিয় রাইফেল কেনার জন্য ক্রেতার বয়স ১৮ বছরের পরিবর্তে ২১ বছর করা হয়েছে। সোমবার গভর্নর ক্যাথি হোকুল দেশে একের পর এক নির্বিচারে প্রাণঘাতী হত্যার ঘটনার পরে বন্দুক-সম্পর্কিত ১০টি বিল স্বাক্ষর করেছেন।