অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ মালাউইকে পুনরায় সহায়তা প্রদানের শর্তাবলী নির্ধারণ করেছে


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগোটি ওয়াশিংটনে সদর দপ্তরে দেখা যাচ্ছে ৷ ফাইল ছবি

দুই বছর থেমে থাকার পর মালাউই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক্সটেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা ইসিএফ-‘র নতুন করে সুবিধা চাইছে।

২০২০ সালে, প্রাক্তন রাষ্ট্রপতি পিটার মুথারিকা কীভাবে ইসিএফ তহবিল ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে ঋণদাতাকে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরে আইএমএফ মালাউই এর জন্য একটি পরিকল্পিত ৭ কোটি টাকার ঋণ বাতিল করে।

গত বছর এই বিষয়ে তদন্তের ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ মালাউইয়ের প্রাক্তন গভর্নর দলিতসো কাবাম্বে এবং প্রাক্তন অর্থমন্ত্রী জোসেফ মওয়ানামভেকাকে গ্রেপ্তার করা হয়েছিল৷

ইসিএফ পুনরায় চালু করার শর্তাবলী নিয়ে আলোচনার লক্ষ্যে মালাউইতে এক সপ্তাহব্যাপী মিশন শেষে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে, আইএমএফ বলেছে যে মালাউইকে প্রথমে কিছু শর্ত পূরণ করতে হবে।

এর মধ্যে,আইএমএফ মালাউইকে দেশটির টেকসই নয় এমন সরকারি ঋণের সমস্যা সমাধান করতে বলেছে এবং দেশটি ২০১৮ এবং ২০২০ সালের ইসিএফ তহবিল ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে এমন অভিযোগ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে।

মালাউইয়ের অর্থমন্ত্রী সোস্টেন গুয়েংওয়ে সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে সরকার দেশটিকে তার সমস্যা সমাধানে সহায়তা করার জন্য ঋণ উপদেষ্টা নিযুক্ত করেছে।

তিনি বলেন, "এটি করতে সক্ষম হওয়ার জন্য, আমাদের প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন ছিল এবং তহবিলের পরামর্শ ছিল যে আমরা একজন যোগ্য ঋণ উপদেষ্টা যেন নিয়োগ করি এবং সেই কারণেই আমরা ফ্রান্সের গ্লোবাল সভেরেইন এডভাইযরিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছি। তারা গত সপ্তাহ থেকে দেশে রয়েছে এবং তারা এক সপ্তাহের মধ্যে, না হলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে আমাদের জন্য ঋণ কৌশলগুলি সমন্বিত করার আশা করছে ।"

XS
SM
MD
LG