অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা মহাদেশের শীর্ষ বৈঠকে বাইডেন অর্থনীতি ও স্বাস্থ্য উদ্যোগের বিষয়টি তুলে ধরবেন


অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস'এর মহাসিচব লুই আলমাগরো বক্তব্য রাখছন। তাঁর পাশেই আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিংকেন। লস এঞ্জিলিসে মন্ত্রী পর্যায়ের বৈঠক , জুন ৮, ২০২২।
অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস'এর মহাসিচব লুই আলমাগরো বক্তব্য রাখছন। তাঁর পাশেই আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিংকেন। লস এঞ্জিলিসে মন্ত্রী পর্যায়ের বৈঠক , জুন ৮, ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারেবিয়ান রাষ্ট্রসমুহের নবম সামিট অফ আমেরিকাসের আয়োজক হিসেবে যোগদানের জন্য বুধবার লস এঞ্জিলিসে যাচ্ছেন।

হোয়াইট হাউজ যাকে বলছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমেরিকার দেশগুলোর অংশীদারিত্ব বাইডেন সেটির সূচনা করবেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে মহামারি থেকে সমতার ভিত্তিতে উদ্ধার পরিকল্পনাকে উৎসাহিত করা আর সেই সঙ্গে কভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়ায় ভুগছে যে সব অঞ্চল তাদেরকে খাদ্য নিরাপত্তহীনতার সাহায্য বাবদ ৩০ কোটি সাহায্য প্রদান।

একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বুধবার সংবাদদাতাদের বলেন যে প্রশাসন আশা করছে পরিকাঠামোটি তুলে ধরার এবং তারপর আগামি , দুই থেকে তিন মাস সহযোগীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা যার লক্ষ্য হবে সত্যি সত্যিই আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়।

এই পরিকল্পনায় নতুন কোন বানিজ্যক চুক্তি অন্তর্ভুক্ত থাকবে না এবং এই প্রচেষ্টায় ওয়াশিংটন কি পরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিতে পারে সে ব্যাপারে ঐ প্রশাসনিক কর্মকর্তা কোন হিসেব দেননি।

তিনি বলেন এই পরিকাঠামোটি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত : সরবরাহের সংযুক্তি জোরালো করা এবং নির্দিষ্ট কিছু দেশের উপর অতিমাত্রায় মনোযোগ দিয়ে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়া কমাতে আমাদের এই গোলার্ধকে সাহায্য করা; ল্যাটিন আমেরিকা ও ক্যারেবিয়ান অঞ্চলের জন্য উন্নয়নের অর্থায়নের বৃহত্তম উৎস ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংককে উজ্জীবিত করে বিনিয়োগে উৎসাহিত করা; শিক্ষা,স্বাস্থ্য, মালিকানার অধিকার ও শিশু পরিচর্যার মতো সাধারণ এলাকাগুলিতে বিনিয়োগ বৃদ্ধি করা ; কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য বিশুদ্ধ জ্বালানিযুক্ত কাজকে উৎসাহিত করা এবং পরিশেষে টেকসই ও অন্তর্ভুক্তিমূল বানিজ্যকে তুলে ধরা।

ল্যাটিন আমেরিকার বহু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বানিজ্য চুক্তি রয়েছে যার মধ্যে রয়েছে চিলি, কলম্বিয়া, কস্টা রিকা, দ্য ডমিনিকান রিপাবলিক, এল স্যালভাদর, গুয়াতেমালা , হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা ও পেরু।

আর্জেন্টিনা , ব্রাজিল, ইকুয়েডার, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং অনেকগুলি ক্যারিবিয়ান দেশ স্বল্প সামূহিক বানিজ্য ও বিনিয়োগ পরিকাঠামোতে স্বাক্ষর করেছে।

XS
SM
MD
LG