বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে, বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন; যা কিছু পণ্য ও সেবার দামের হ্রাস-বৃদ্ধি প্রভাবিত করবে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
যেসব পণ্যের দাম বাড়তে পারে, সেগুলোর মধ্যে রয়েছে; মোবাইল ফোন সেট, কোভিড-১৯ টেস্ট কিট, হ্যান্ড স্যানিটাইজার এবং পিপিই, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেল পরিষেবা, মেডিটেশন পরিষেবা, তামাকজাত পণ্য, কম্পিউটার প্রিন্টার, টোনার, পনির এবং দই, কার্বন ডাই-অক্সাইড, আমদানি করা পেপার কাপ এবং প্লেট, আমদানি করা শিকারী পাখি, উটপাখি, আমদানি করা মোবাইল এবং অন্যান্য ব্যাটারি চার্জার, ক্যাশ রেজিস্টার, আমদানি করা ল্যাপটপ এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র।
দাম কমতে পারে যেসব পণ্যের
যেসব পণ্যের দাম কমতে পারে, তার মধ্যে রয়েছে; স্থানীয়ভাবে তৈরি ফ্রিজ এবং ফ্রিজার, স্থানীয়ভাবে তৈরি মোটর কার, ২৫০০ সিসি পর্যন্ত যানবাহন, চিনি, হুইল চেয়ার, টাওয়েল, রেস্তোরাঁয় খাবার, পোলট্রি ও গোখাদ্য এবং কাজু বাদাম।