বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি সাত টাকা বেড়ে, ২০৫ টাকা হয়েছে। সয়াবিনের তেলের এ নতুন দাম বৃহস্পতিবার (৯ জুন) থেকে কার্যকর হয়েছে।
এর আগে, গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়।
ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এ নতুন দাম নির্ধারণ করেছে।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “এখন থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের লিটার ২০৫ টাকা দরে বিক্রি হবে। খুচরা পর্যায়ে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৯৭ টাকা; যা এতদিন ৯৮৫ টাকায় টাকায় বিক্রি হয়েছে। এছাড়া, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৮৫ টাকা লিটার; যা আগে ১৮০ টাকা লিটার দরে বিক্রি হয়েছে। খোলা পাম তেল এখন থেকে বিক্রি হবে ১৫৮ টাকা লিটার।”