অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবন্ধকতা থাকলেও জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, “অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তবে আগামী বাজেটের জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।” শুক্রবার (১০ জুন) দুপুরে, সিলেট সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, “বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ ধরা হয়েছে। অনেক বড় বাজেট। এগুলো অর্জনে অনেক প্রতিবন্ধকতা আছে। কোভিডের প্রতিবন্ধকতা আছে, ইউক্রেনের প্রতিবন্ধকতা আছে। এর পরও, আমরা আশাবাদী। কারণ, আমরা প্রতিবন্ধকতা জয় করে সফলতা অর্জন করতে জানি।”

এর আগে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে দারিদ্র্য-হার ২০ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্রের হার ১০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে এ হার আরও নেমে আসবে।”

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

XS
SM
MD
LG