অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো মহড়া


নেটো মহড়া
please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

বৃহস্পতিবার নেটো বাহিনী বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করার প্রস্তুতি পরীক্ষার জন্য পোল্যান্ডে লাইভ-ফায়ার এয়ার ডিফেন্স মহড়ায় অংশ নেয়।

এই মহড়া বৃহত্তর র‍্যামস্টেইন লেগেসি ২০২২ (Ramstein Legacy 2022) অনুশীলনের অংশ। এই মহড়ায় বল্টিক সাগরের উপর ড্রোন লক্ষ্যবস্তুতে আসল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং ব্রিটেন ঐ মহড়ায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে। নেটোর ১৭টি সহযোগী ও অংশীদার দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে।

ব্রিটিশ বাহিনীর ব্যবহৃত অস্ত্রগুলির মধ্যে একটি ছিল স্টারস্ট্রিক – ব্রিটেন বলছে রাশিয়ার আক্রমণের পর সামরিক সহায়তার অংশ হিসাবে ইউক্রেনকে তারা এই অস্ত্র সরবরাহ করেছে।

নেটোর মিত্রবাহিনীর এয়ার কমান্ডের ডেপুটি কমান্ডার প্যাসকেল ডিলার্স জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় নেটো দেশগুলোর সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং মানুষবিহীন বিমানের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

XS
SM
MD
LG