অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাথলিক চার্চে ৪০ জনকে হত্যা করার জন্য আই-এস’কে সন্দেহ করছে নাইজেরিয়া


নাইজেরিয়ার ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে রবিবারে হামলার পরে ও-র ওলোর প্রাসাদের বৈরে নারীরা বিক্ষোভ করেছেন। ৭ জুন, ২০২২।
নাইজেরিয়ার ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে রবিবারে হামলার পরে ও-র ওলোর প্রাসাদের বৈরে নারীরা বিক্ষোভ করেছেন। ৭ জুন, ২০২২।

নাইজেরিয়ার কর্তৃপক্ষের সন্দেহ, বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট পশিম আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি) রোববার একটি ক্যাথলিক গির্জায় গণহত্যা চালায় যাতে ৪০ জন নিহত হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ওগবেনি রউফ আরেগবেসোলা একথা বলেন।

এর আগে কর্তৃপক্ষ হত্যাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রধানত উত্তর-পূর্ব নাইজেরিয়া এবং প্রতিবেশী চাদে সক্রিয় আইএসডব্লিউএপি দুটি প্রধান ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি। তারা বছরের পর বছর ধরে একে অপরের সাথে এবং নাইজেরিয়ার সামরিক বাহিনীর সাথে লড়াই করছে। এর ফলে লাখ লাখ মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ওন্ডো স্টেট আইএসডব্লিউএপি-এর স্বাভাবিক ক্রিয়াকলাপের এলাকা থেকে অনেক দূরে।

রাজ্যের গভর্নর আরাকুনরিন আকেরদোলু বৃহস্পতিবার হতাহতের নতুন পরিসংখ্যান দিয়েছেন। তিনি বলেন, গির্জায় হামলায় মোট ১২৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন মারা গেছেন, ৬১ জন এখনো হাসপাতালে আছেন এবং ২৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছিলেন, মৃতের সংখ্যা ২২ জন।

আকেরেদোলু বলেছেন, রাজ্য সরকার নিহতদের গণ দাফনের জন্য জমি দেবে তবে তা কখন হবে তা বলেননি।


XS
SM
MD
LG