অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় ম্যাকডনাল্ডস বন্ধ হবার পর নতুন নামে আবার ফাস্ট ফুড চেইন চালু হলো


রাশিয়ার বাজার থেকে ম্যাকডনাল্ডস কোম্পানির প্রস্থান করার পর, মস্কোতে খোলা নতুন রেস্তোরাঁয় খাচ্ছে লোকজন। ১২ জুন, ২০২২।
রাশিয়ার বাজার থেকে ম্যাকডনাল্ডস কোম্পানির প্রস্থান করার পর, মস্কোতে খোলা নতুন রেস্তোরাঁয় খাচ্ছে লোকজন। ১২ জুন, ২০২২।

ফাস্ট-ফুড চেইন ম্যাকডনাল্ডস রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেবার পর, মস্কোতে একই আদলে নতুন নামে, নতুন মালিকানায় কয়েক ডজন রেস্তোরাঁ আবারও চালু হয়েছে। এর নতুন নামকরণ করা হয়েছে, টেস্টি অ্যান্ড দ্যাটস ইট৷

নতুন চেইনের মালিকরা বলেছেন, প্রাথমিকভাবে ১৫টি রিব্র্যান্ডেড রেস্তোঁরা রাশিয়া জুড়ে আবার চালু হবে, এর সাথে আগামী মাসে আরও কিছু রেস্তোঁরা যোগ হবে।

রবিবার কয়েক ডজন রাশিয়ান মস্কোর বিখ্যাত সেই জায়গায় জড়ো হয়েছিল, যেখানে ৩০ বছর আগে ম্যাকডনাল্ডস তাদের নতুন বার্গার এবং ফ্রাই বিক্রি শুরু করেছিল।

ম্যাকডনাল্ডেস-এর অধিগ্রহণকারী কোম্পানির প্রধান নির্বাহী ওলেগ প্যারোয়েভ বলেছেন, তারা জুনের শেষ নাগাদ রাশিয়ায় ২০০টি এবং গ্রীষ্মের শেষ নাগাদ দেশব্যাপী ৮৫০টি রেস্তোঁরা পুনরায় খোলার পরিকল্পনা করেছেন।

প্যারোয়েভ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের লক্ষ্য হল আমাদের অতিথিরা গুণগত মান এবং নতুন পরিবেশের মধ্যে যাতে কোনও পার্থক্য টের না পায়।"

প্যারোয়েভ বলেছেন, নতুন চেইনটির অভ্যন্তরীণ সজ্জা পুরানো আদলেই থাকবে, তবে এর পুরানো নাম একেবারেই মুছে ফেলা হবে।

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেবার সময় ম্যাকডনাল্ডস বলেছিল যে, তারা সারা দেশে ৬২,০০০ কর্মী নিয়োগ করেছে।

এই প্রতিবেদনে এএফপি’র তথ্য ব্যবহার করা হয়েছে।

XS
SM
MD
LG