অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে একজন সেনা নিহতঃ পাকিস্তান সেনাবাহিনী


উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তানের সাথে সীমান্তে কিটন ফাঁড়ির বাইরে সীমান্ত বেষ্টনী বরাবর একজন পাকিস্তানি সেনা পাহারা দিচ্ছে। ১৮ অক্টোবর, ২০১৭। ফাইল ছবি।
উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তানের সাথে সীমান্তে কিটন ফাঁড়ির বাইরে সীমান্ত বেষ্টনী বরাবর একজন পাকিস্তানি সেনা পাহারা দিচ্ছে। ১৮ অক্টোবর, ২০১৭। ফাইল ছবি।

আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের সাথে গুলি বিনিময়ের সময় একজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, দত্ত খেল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা বাহিনী ত্বরিৎ গতিতে পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য সার্চ এন্ড ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি তালিবান সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়িয়েছে এবং পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে।

উত্তর ওয়াজিরিস্তান এবং অন্যান্য উপজাতীয় জেলাগুলো ২০১৪ সাল পর্যন্ত স্থানীয় এবং বিদেশী জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছিল। সে সময় সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। কিন্তু তারপরও তারা বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

XS
SM
MD
LG