অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসন: অর্থপূর্ণ আলোচনা করেছে বাংলাদেশ ও মিয়ানমার


রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন সংক্রান্ত সব বিষয়ে ‘অর্থপূর্ণ আলোচনা’ করেছে বাংলাদেশ ও মিয়ানমার।

মঙ্গলবার (১৪ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিশাল বোঝা কমাতে দ্রুত প্রত্যাবাসন শুরু, প্রত্যাবাসন যোগ্যতার দ্রুত যাচাইকরণ এবং ফিরে যাওয়া মানুষজনের নিরাপত্তা, জীবিকা ও সুস্থতার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) পঞ্চম বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব চান আয়ে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

দ্রুত প্রত্যাবাসন শুরু করতে, যাচাইকরণ সংক্রান্ত সমস্যা সমাধান এবং জেডব্লিউজি ও কারিগরি ওয়ার্কিং গ্রুপের নিয়মিত সভা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

XS
SM
MD
LG