অ্যাকসেসিবিলিটি লিংক

মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা


ভারতের ক্ষমতাসীন দলের একজন কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে মন্তব্য করার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে মিছিল করে যাবার চেষ্টাকালে পুলিশ কর্মী ও সমর্থকদের বাধা দেয়। (ছবি মুনির উজ জামান/এএফপি)
ভারতের ক্ষমতাসীন দলের একজন কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে মন্তব্য করার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে মিছিল করে যাবার চেষ্টাকালে পুলিশ কর্মী ও সমর্থকদের বাধা দেয়। (ছবি মুনির উজ জামান/এএফপি)

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, বাংলাদেশের রাজধানী ঢাকায়, ভারতীয় হাইকমিশনের অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল, ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে পুলিশ।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে, বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক হাজার নেতাকর্মী মিছিল শুরু করে।

দলটির আমীর মুফতি রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, এর নেতৃত্বে মিছিলটি দুপুরে শান্তিনগর মোড়ে পৌঁছলে, পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বলেছেন, “পুলিশ তাদের দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে, প্রতিবাদ স্মারকলিপি জমা দেয়ার জন্য বারিধারার ভারতীয় হাইকমিশনে যাওয়ার অনুমতি দিয়েছে।”

বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক নেতা নূপুর শর্মা এবং নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ভারতীয় মিশনে চলে যাওয়ার পর, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে।

গত শুক্রবার (১০ জুন) স্মারকলিপি জমা দিতে ভারতীয় হাইকমিশনের দিকে গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

উল্লেখ্য, নবী মুহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য, ভারতের ক্ষমতাসীন বিজেপি ইতোমধ্যে তাদের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করেছে। দলের আরেক নেতা নবীন জিন্দালকেও একই ধরনের অপরাধে বহিষ্কার করা হয়েছে।

XS
SM
MD
LG