অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন


প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন
প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব হিসেবে ফাতিমা ইয়াসমিনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

১১ জুলাই থেকে তিনি নতুন দায়িত্ব পালন করবেন। ফাতিমা ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন ফাতিমা।

ফাতিমা বাংলাদেশের প্রথম নারী ইআরডি সচিবও। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

ফাতিমা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এদিকে, জনপ্রশাসনের আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান ১১ জুলাই থেকে ইআরডি সচিব হিসেবে যোগদান করবেন। ইআরডির নতুন সচিব শরিফাও বিসিএসের ১৯৯১ ব্যাচের একজন কর্মকর্তা।

XS
SM
MD
LG