প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে, রঙধনু ও সাজসজ্জার থেকেও বেশি কিছু দিয়ে তিনি এ বছরের প্রাইড মাস উদযাপন সূচিত করছেন। বুধবার তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেই আদেশ দ্বারা এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের মানুষের বিরোধিতাকারী কিছু আইনের মোকাবেলা করা হবে। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের আইনসভায় এ ধরণের কিছু আইন প্রস্তাব করা হয়েছে।
প্রশাসন বলছে যে, নতুন এই আদেশ দ্বারা সমতা বৃদ্ধি ও বৈষম্যের বিষয়গুলো মোকাবেলা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রূপান্তরকরণ রোধ করার বিষয়ও রয়েছে। এমন চিকিৎসার মাধ্যমে এলজিবিটিকিউআই+ তরুণদের লিঙ্গ পরিচয় পরিবর্তন করার চেষ্টা করা হয়।
বাইডেন বলেন, “আজকে আমি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি, যেই আদেশ গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থাগুলোকে আমাদের সম্প্রদায়গুলোকে সেসব ঘৃণিত আক্রমণ থেকে রক্ষা করতে এবং পরিবারগুলোর জন্য সমতা বৃদ্ধি করতে নির্দেশ দেবে। আমার আদেশটি রূপান্তরকরণ থেরাপির অমানবিক প্রচলন রোধ করতে ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে। এটিই প্রথমবার যে, ফেডারেল সরকার এই বিপজ্জনক, অসম্মানজনক চর্চার বিরুদ্ধে এক সমন্বিত প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছে।”
যুক্তরাষ্ট্রে জুন মাসকে এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের সমতা ও অধিকতর দৃশ্যমানতা উদযাপনের মাস হিসেবে পালন করা হয়। মানুষের যৌনতা ও লিঙ্গ পরিচয়ের ব্যাপকতার প্রতীক হিসেবে রঙধনুকে দেখা হয়।
তবে, ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন যে, বেশ কিছু রক্ষণশীল রাজ্য সাম্প্রতিক সময়ে এমন আইন তুলে এনেছে যেগুলো যৌন সংখ্যালঘুদের প্রান্তিকীকরণ করবে।
তিনি বলেন, “আমরা জানি যে, দেশ জুড়ে ফ্লোরিডা, টেক্সাস বা অ্যালাবামার মত জায়গাগুলোতে অধিকার আক্রমণের মুখে পড়েছে। এবং আমরা জানি যে, ছোট শহর ও বড় শহরগুলোতে পক্ষপাত ও বৈষম্য এখনও লুকিয়ে আছে।”