অ্যাকসেসিবিলিটি লিংক

অনলাইনে হয়রানি, অবমাননা রোধে টাস্ক ফোর্স চালু করবেন হ্যারিস


ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ওয়াশিংটনের হোয়াইট হাউজ কমপ্লেক্সে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে তার আনুষ্ঠানিক কার্যালয় থেকে গর্ভপাতের অধিকার এবং রো বনাম ওয়েড বিষয়ে একটি বৈঠকে কথা বলছেন। ১৪ জুন, ২০২২।
ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ওয়াশিংটনের হোয়াইট হাউজ কমপ্লেক্সে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে তার আনুষ্ঠানিক কার্যালয় থেকে গর্ভপাতের অধিকার এবং রো বনাম ওয়েড বিষয়ে একটি বৈঠকে কথা বলছেন। ১৪ জুন, ২০২২।

বাইডেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অনলাইন হয়রানি ও অবমাননার বিরুদ্ধে লড়ার জন্য একটি নতুন টাস্ক ফোর্স চালু করবেন।

সমস্যাটি নতুন না হলেও টেক্সাস এবং নিউইয়র্কে ব্যাপক গোলাগুলির পরে নতুন করে এর প্রয়োজনীতা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীবিদ্বেষী এবং বর্ণবাদী মন্তব্যের ফলে গোলাগুলির ঘটনা দুটি ঘটে।


ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হোয়াইট হাউজ জেন্ডার পলিসি কাউন্সিলের সাথে এই উদ্যোগে কাজ করেছে । অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং সার্জন জেনারেল বিবেক মূর্তির বৃহস্পতিবার প্রথম বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে । এছাড়াও উপস্থিত থাকবেন স্লোওন স্টিফেন্স। তিনি যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ টেনিস খেলোয়াড় যিনি ম্যাচ হারার পর বর্ণবাদী নির্যাতনের শিকার হয়েছেন।

টাস্ক ফোর্সটি উদ্বোধনের আগে নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এই টাস্ক ফোর্সটির উদ্দেশ্য হলো, পরবর্তী ১৮০ দিনের মধ্যে সমস্যা মোকাবিলায় ফেডারেল সরকারের পরবর্তী পদক্ষেপগুলোর জন্য সুপারিশ তৈরি করা।

XS
SM
MD
LG