মিশর, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়ন বুধবার একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তির অধীনে মিশর দুটি মিশরীয় এলএনজি প্ল্যান্টের মাধ্যমে ইউরোপে ইসরাইলি তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করবে।
তিন অংশীদারের মধ্যে গ্যাস সহযোগিতার প্রসার ঘটানোর জন্য সমঝোতা স্মারকটি কায়রোতে পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরামে স্বাক্ষরিত হয়।
মিশরের রাজনৈতিক সমাজবিজ্ঞানী সাঈদ সাদেক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যুক্তরাষ্ট্র “বর্তমানে ইসরাইল এবং লেবাননের মধ্যে সামুদ্রিক অঞ্চল সংক্রান্ত বিরোধের একটি মীমাংসা করার চেষ্টা করছে যাতে বিতর্কিত স্থানের গ্যাস ইইউর সাথে বর্তমান চুক্তির অংশ হিসেবে ব্যবহার করা যায়।”
আল জাজিরা টিভি জানিয়েছে, রাশিয়া বুধবার “কায়রোতে স্বাক্ষরিত চুক্তিতে অসন্তুষ্টি প্রকাশের চিহ্ন হিসেবে” ইউরোপে তার প্রাকৃতিক গ্যাস রপ্তানি কমিয়ে দিয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, কায়রোতে স্বাক্ষরিত চুক্তিটি তার মতে, বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কঠিন সময়কালের মধ্যে “অনেক ক্ষেত্রে মিশর এবং ইইউ-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির অংশ।“
সংবাদ সম্মেলনে ভন ডার লেইন বলেন, ইইউ মিশরকে খাদ্য উৎপাদনে সহায়তা করতে আর্থিক ও প্রযুক্তিগতভাবে অবদান রাখবে।