বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জ গ্রিড সাবস্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায়, দুর্ঘটনা এড়াতে সুনামগঞ্জ জেলা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট-এ লিখেছেন, “বন্যা পরিস্থিতির উন্নতি হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।”
কুমারগাঁও গ্রিড সাবস্টেশনের সুইচ ইয়ার্ড প্লাবিত হওয়ায়, সিলেট অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।