কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি), গত সপ্তাহের স্থানীয় কমিউন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে, আগামী বছরের জাতীয় নির্বাচনে দলটির শাসনকাল বাড়ানোর যথাযথ অবস্থান তৈরি করেছে।এ বিজয়, হুন সেনকে তার বড় ছেলের কাছ ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম করবে।
পূর্ব ধারণা অনুযায়ী, সিপিপি তার প্রধান বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টির (সিএনআরপি) ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুযোগ নিয়েছে। সিএনআরপির সমর্থকেরা নির্বাচন সামনে রেখে দল পুনর্গঠনের চেষ্টা করছে।দলটির শত শত সদস্য এখন আদালতে মামলা মোকাবেলা করছে অথবা কারাগারে রয়েছে।
জাতীয় নির্বাচন কমিটি ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
এ বছর ক্যান্ডেল লাইট পার্টি জনসাধারণের ভোটের ২১ দশমিক ৭৮ শতাংশ পেয়েছে। যা আগে গণনা করা সিপিপি এবং সিএনআরপি’র ভোটের চেয়ে অনেক কম। তবে এই ভোটের হার পরিস্থিতিকে প্রশমিত করেছে।
ভোটের ৮ দিন পর, নম পেন মিউনিসিপ্যাল কোর্ট, খেমার-আমেরিকান আইনজীবী থেরি সেংসহ অনেক সিএনআরপি সমর্থককে ৫ থেকে ৮ বছরের কারাদন্ড দিয়েছে।
কম্বোডিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক চাক সোপহিপ বলেছেন, “এই সাজা এবং কারাদণ্ড দেয়ার ঘটনা,‘দেশে কোনো বিরোধী দলের অস্তিত্ব না রাখার ব্যাপারে সরকারের মনোভাব’ তুলে ধরেছে।”
সিএনআরপি’র বিলুপ্ত হলে, আগামী বছরের ন্যাশনাল এসেম্বলির নির্বাচনে, সিপিপি সকল আসনে জয়লাভ করতে সক্ষম হবে। আর, এর মধ্য দিয়ে দেশটি, ১৯৯৩ সালে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া নির্বাচনের পর, প্রথমবারের মতো একটি একদলীয় শাসনের রাষ্ট্রে পরিণত হবে।