অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার কর্তৃপক্ষ গির্জায় গণহত্যার শিকারদের জন্য গণ দাফনের আয়োজন করলো


নাইজেরিয়ার কর্তৃপক্ষ গির্জায় গণহত্যার শিকারদের জন্য গণ দাফনের আয়োজন করেছে। ১৭ই জুন, ২০২২।
নাইজেরিয়ার কর্তৃপক্ষ গির্জায় গণহত্যার শিকারদের জন্য গণ দাফনের আয়োজন করেছে। ১৭ই জুন, ২০২২।

দক্ষিণ-পশ্চিম ওন্ডো রাজ্যে নাইজেরিয়ার কর্তৃপক্ষ শুক্রবার একটি ক্যাথলিক গির্জায় দুই সপ্তাহ আগে গণহত্যার শিকারদের জন্য একটি গণ অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করলো। কর্তৃপক্ষ এই হামলার জন্য ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকান প্রদেশকে দায়ী করেছে, যাতে অন্তত ৪০ জন উপাসক নিহত হয়েছেন। আশংকা করা হচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠীটি উত্তর থেকে নাইজেরিয়ার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে।

ওওর বাসিন্দা ওনিয়েকাচি ওজুলুম্বা শুক্রবার সকালে ঘুম থেকে ওঠেন, তাড়াতাড়ি পোশাক পরে তার বড় ভাইয়ের বাড়িতে যান।

সেখান থেকে, তারা ওন্ডো রাজ্য ক্যাথলিক ডায়োসিস এবং রাজ্য কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত সমাধি অনুষ্ঠানের স্থানে তাদের মায়ের দেহাবশেষ নিয়ে যাওয়ার জন্য মর্গে যান।

তাদের মা, যার বয়স ছিল ৮৫ বছর, তিনি ৫ই জুন সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে ছিলেন যখন সশস্ত্র লোকেরা গুলি চালায় এবং বিস্ফোরণ ঘটায়।

ওজুলুম্বা বলেন, তার মায়ের গায়ে একটি বিস্ফোরক আঘাত হানে। ওজুলুম্বা একটি সমতল কাঠের টুকরোতে তার শরীরের অংশ সংগ্রহ করেছিলেন।

রাজ্য ও গির্জার আধিকারিকরা সহ শত শত মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে অনুষ্ঠানস্থলে সমবেত হয়।

নিহতদের লাশ আসার সাথে সাথে আগে থেকেই আবেগ আপ্লুত স্থানটি কান্নার আওয়াজে ভরে ওঠে।

প্রার্থনা অনুষ্ঠানে গির্জা কর্তৃপক্ষ হামলার নিন্দা করেছে এবং বলেছে যে সরকারকে নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করতে হবে।

দেশটির সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলা বাড়ছে। বিদায়ী রাষ্ট্রপতি বুহারি সাত বছর আগে ভোট দেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নাইজেরিয়ার সংসদ ওন্দো রাজ্যে জরুরি অবস্থা জারি করার আহ্বান জানিয়েছে। এছাড়াও, আমোটেকুন বলে পরিচিত আঞ্চলিক কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় একটি সশস্ত্র নিরাপত্তা ইউনিট, যা আঞ্চলিক কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত, জনগণকে সুরক্ষিত রাখতে এবং গির্জায় গুলি চালানোর অপরাধীদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছে।

XS
SM
MD
LG