অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যায় সেতু ভেঙে পড়ায় নেত্রকোনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন


বন্যায় সেতু ভেঙে পড়ায় নেত্রকোনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বন্যায় সেতু ভেঙে পড়ায় নেত্রকোনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়, বন্যার পানির তোড়ে একটি রেলসেতু ভেঙে পড়ায়, শনিবার (১৮ জুন) সকাল থেকে দেশটির অন্যান্য অঞ্চলের সঙ্গে নেত্রকোনা জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বারোহাট্টা রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, “বন্যার পানিতে শুক্রবার (১৭ জুন) রাতে মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেলব্রিজ ভেঙে পড়েছে। এতে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নেত্রকোনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

তিনি আরও জানান, “আন্তনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’ মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। আর, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।”

মোহনগঞ্জ স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ জানান, “হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। রেলব্রিজটির নিচে পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মেরামত করতে সময় লাগবে।”

তিনি জানান, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে ময়মনসিংহ ও ঢাকাসহ অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন।”

নেত্রকোনা জেলার ছয়টি উপজেলার ৩৯ টি ইউনিয়ন পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

XS
SM
MD
LG