যুক্তরাষ্ট্রে রবিবার বাবা দিবস। দিবসটি প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয়।
এই দিবস পরিবারগুলোর জন্য তাদের বাবাদের উদযাপন করার একটি সুযোগ। অনেক পরিবারেই তাদেরকে উপহার দেওয়া হয়। আবার পরিবারগুলো বাবাদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়ায় সেগুলোতে বসার আর কোন জায়গাই বাকি থাকে না।
হিস্টরি ডট কম-এর মতে, ৫ জুলাই ১৯০৮ তারিখে প্রথম বাবা দিবস পালন করা হয়েছিল। সেই সময়ে ওয়েস্ট ভার্জিনিয়ার এক গির্জায় ৩৬২ জন পিতার স্মরণে এক প্রার্থনার আয়োজন করে। ঐ ৩৬২ জন, মনোনগাহ্-র ফেয়ারমন্ট কয়লা কোম্পানির খনিতে হওয়া এক বিস্ফোরণে তার আগের ডিসেম্বরে নিহত হয়েছিলেন। তবে, এই আয়োজনটি একবারই করা হয়েছিল এবং প্রতিবছর তা উদযাপন করা হত না।
হিস্টরি জানায়, তার পরের বছর সোনোরা স্মার্ট ডড নামে ওয়াশিংটনের স্পোকেনে বসবাসকারী এক নারী, তার সম্প্রদায়ে বার্ষিক বাবা দিবস পালন করার জন্য সমর্থন জোটানো আরম্ভ করেন। অবশেষে তিনি সফল হন। ১৯১০ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত রাজ্যজুড়ে বাবা দিবস উদযাপন করে।
দেশজুড়ে বাবা দিবস উদযাপন ছড়িয়ে পড়া বেশ ধীরগতিতেই হয়েছিল। তবে এখন, হিস্টরি বলছে, আমেরিকানরা প্রতি বছর বাবা দিবসের উপহার কিনতে ১০০ কোটি ডলারেরও বেশি ব্যয় করে।