অ্যাকসেসিবিলিটি লিংক

বিপজ্জ্বনক এজিয়ান সাগরে নিখোঁজ শরণার্থীদের অনুসন্ধান করছে গ্রীক উপকূলরক্ষীরা


গ্রীক কোস্ট গার্ড কর্তৃক ১৯ জুন, ২০২২-এ প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিটি মাইকোনোস দ্বীপে স্থানান্তরের সময় উদ্ধারকৃত অভিবাসীদের দেখা যাচ্ছে।
গ্রীক কোস্ট গার্ড কর্তৃক ১৯ জুন, ২০২২-এ প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিটি মাইকোনোস দ্বীপে স্থানান্তরের সময় উদ্ধারকৃত অভিবাসীদের দেখা যাচ্ছে।

গ্রীক কোস্ট গার্ডের জাহাজগুলি রবিবার এজিয়ান সাগরে তল্লাশি চালিয়ে অন্তত চারজন আশ্রয়প্রার্থীকে খুঁজে বেড়ায়, যারা দৃশ্যত একটি শরণার্থী-বোঝাই পালতোলা নৌকা থেকে সাগরে পড়ে যায়। ওই শরণার্থীরা তুরস্ক থেকে যাত্রা শুরু করে উত্তাল আবহাওয়ার সম্মুখীন হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি অভিবাসীদের – ২৪ জন নারী, ৬৩ জন পুরুষ এবং ২১ জন শিশুকে - ডেলোস দ্বীপের কাছাকাছি উদ্ধার করা হয়েছে। তাদের ভাঙা নৌকাটি কাছাকাছি মাইকোনোস দ্বীপের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়।

শরণার্থীদের জাতীয়তা এখনও নির্ধারণ করা হয়নি। তাদের ব্যাপারে তদন্ত চলছে।

গ্রিস দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের প্রধান পথ। ২০১৬ সালে শরণার্থী সঙ্কটের কারণে দশ লক্ষের বেশি সিরিয়ান ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকে অবৈধ প্রবেশের সংখ্যা নাটকীয়ভাবে কমে গিয়েছিল, তবে গ্রীস আশঙ্কা করছে নতুন অভিবাসীর ধাক্কা আবারও সংকট তৈরি করতে পারে।

গ্রিসের অভিবাসন মন্ত্রী নটিস মিতারাকিস বলেছেন, "আমরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে সীমান্তে ক্রমবর্ধমান তৎপরতা লক্ষ্য করেছি যেখানে তুর্কি বাহিনী অভিবাসীদের এদিকে ঠেলে পাঠাচ্ছে।"

রবিবার, মিতারাকিস তুরস্ককে নতুন করে ইউরোপে অভিবাসী প্রবাহ ঠেকাতে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে, এথেন্সের বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা বলেছেন যে তারা আশঙ্কা করছেন, তেল এবং খনিজ সমৃদ্ধ এজিয়ান সাগরে বৃহত্তর আধিপত্য বিস্তারের জন্য আঙ্কারা নতুন অভিবাসন সংকটের জন্ম দিতে পারে।

গ্রিস এবং তুরস্ক উভয়ই অভিযোগ অস্বীকার করে, এবং অভিবাসন সংকটের জন্য একে অপরকে দায়ী করে আসছে।

XS
SM
MD
LG