সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাসে হামলায় ১১ জন সরকারি সেনাসহ ১৩ জন নিহত হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাক্কা প্রদেশের জাবাল আল-বিশরি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
কীভাবে হামলাটি হয়েছে তার উল্লেখ প্রতিবেদনটিতে করা হয়নি। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
প্রদেশটি একসময় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে ছিল। জঙ্গিরা রাক্কার প্রধান শহরকে সিরিয়া এবং ইরাকের কিছু অংশকে ঘিরে তাদের স্ব-ঘোষিত খিলাফতের কার্যকর রাজধানী হিসেবে দাবি করেছিল।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।