অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি


বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি
please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার কর্মকর্তারা এবং স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কর্তৃপক্ষ দেশটির বিস্তীর্ণ উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যায় আটকে পরা মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার বিতরণ করছে।

গত সপ্তাহে বৃষ্টির মৌসুম শুরু হবার পর থেকে এ পর্যন্ত দেশজুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।

ইউএনবি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এক প্রতিমন্ত্রী জানিয়েছেন, বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ এবং সিলেটের জেলাগুলো থেকে প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান প্রায় ৪ লক্ষ মানুষ এখনো ঐ এলাকাতে আটকা পড়ে আছে।

রবিবার রাজধানী ঢাকায় অবস্থিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বিবৃতিতে বলা হয় আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের উত্তর-পূর্ব অঞ্চল এবং সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

XS
SM
MD
LG