অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকাকে স্মার্ট সিটি করতে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করছে ডিএসসিসি: তাজুল


১৯ তলা থেকে তোলা ঢাকা শহরের একটি দৃশ্য।

ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও স্মার্ট সিটিতে পরিণত করার লক্ষ্যে ৩০ বছর মেয়াদী সমন্বিত মহাপরিকল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার সংসদে চট্টগ্রাম থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় মহাখালী বাস টার্মিনাল ভেঙে তা পুনর্নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, বিআরটি লাইন-৩ এর করিডোর সড়কও উন্নত করা হবে।

আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদীর পুরাতন চ্যানেলের সৌন্দর্য বৃদ্ধি ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে প্রকল্প নেয়া হবে।

ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার উভয় সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার।

অন্যদিকে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ২৭০-২৭৫ কোটি লিটার।

তাই ঢাকা ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা চাহিদার চেয়ে বেশি এবং চাহিদা অনুযায়ী পানি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানান এলজিআরডি মন্ত্রী।

XS
SM
MD
LG