অ্যাকসেসিবিলিটি লিংক

উইকিলিকস প্রত্যর্পণ মামলায় হস্তক্ষেপ করার আহ্বান অস্ট্রেলিয়ার প্রতি


Supporters hold a banner during a protest against the extradition of WikiLeaks' founder Julian Assange from Britain to the U.S., in Athens, Greece, June 20, 2022.

উইকিলিকসের প্রতিষ্ঠাতা এবং কুইন্সল্যান্ডে জন্মগ্রহণকারী সক্রিয়বাদী জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীরা তার মুক্তির জন্য অস্ট্রেলিয়ার সরকারকে আরও কিছু করার আহ্বান জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হবে বলে, গত সপ্তাহের শেষের দিকে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয়ার পর তারা এই আহ্বান জানান।

সমর্থকদের কাছে, জুলিয়ান অ্যাসাঞ্জ একজন নায়ক যিনি, অন্যান্য বিষয়ের মধ্যে, ইরাক এবং আফগানিস্তানের সংঘাতে যুক্তরাষ্ট্র যে অন্যায় করেছিল, তা প্রকাশ করেন। তারা জোর দিয়ে বলেন, অ্যাসাঞ্জের বিচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

কিন্তু ওয়াশিংটনের কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলে আসছেন যে, যুক্তরাষ্ট্রের গোপনীয় সামরিক নথি এবং কূটনৈতিক তারবার্তাগুলি অ্যাসাঞ্জ তার উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশ করে, যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন করেছেন এবং অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।

অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী এই অধিকার কর্মী একটি ব্রিটিশ কারাগারে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছেন, যেখানে তিনি গুপ্তচরবৃত্তি আইন ভঙ্গসহ ১৮টি ফৌজদারি মামলায় অভিযুক্ত।

গত শুক্রবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অ্যাসাঞ্জের প্রত্যর্পণের অনুমোদন দেন।

অ্যাসাঞ্জের আইনি দল সম্প্রতি নির্বাচিত ক্যানবেরা সরকারকে অ্যাসাঞ্জের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছে। জানা গেছে, অস্ট্রেলিয়া গোপনে তার মুক্তির জন্য তদবির করছে এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মামলাটির বিষয় উত্থাপন করেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, উইকিলিকস কয়েক হাজার গোপনীয় ও অপ্রকাশিতব্য নথিপত্র এবং কূটনৈতিক তারবার্তা প্রকাশ করেছে, যাকে এই ধরণের সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে।

অ্যাসাঞ্জ ২০১৯ সালের জুন মাস থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ব্রিটেনের বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।

XS
SM
MD
LG