অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে বিভিন্ন দলের নেতাদের সাথে নির্বাচনোত্তর আলোচনা করলেন ম্যাক্রোঁ


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, (ডানদিকে) প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি অতি-ডান রাসেম্বলমেন্ট ন্যাশনাল (আরএন) নেতা এবং সংসদ সদস্য মেরিন লে পেনের সাথে বৈঠক শেষে। ২১ জুন, ২০২২।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার মধ্যপন্থি জোট সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর, মঙ্গলবার দেশটির প্রধান দলগুলোর নেতাদের সাথে সংলাপের পথ উন্মুক্ত রাখতে আলোচনা শুরু করেছেন।

মঙ্গলবার সংসদীয় নির্বাচনের পর, প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রস্তাব দেওয়ার পর, প্রেসিডেন্টের এলিসি প্রাসাদে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। ম্যাক্রঁ অবিলম্বে তাঁর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তাঁর বর্তমান সরকারকেই ক্ষমতায় বহাল রাখেন।

ম্যাক্রোঁ এবং তাঁর জোট রবিবারের সংসদীয় নির্বাচনে ২৪৫টি আসনে জিতেছে – যা ফ্রান্সের পার্লামেন্টের সবচেয়ে শক্তিশালী হাউজ, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৪৪টি আসন কম।

অন্যদিকে, বামপন্থী নুপেস জোট ১৩১টি আসন জিতে প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। ৫৭৭-সদস্যের সংসদে ৮৯টি আসন পেয়েছে অতি-ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি যা তাদের গতবারের আসন থেকে আটটি বেশি।

ম্যাক্রোঁ রিপাবলিকানদের প্রেসিডেন্ট, ক্রিশ্চিয়ান জ্যাকব, সোশ্যালিস্ট পার্টির প্রধান অলিভিয়ার ফাউর এবং উগ্র ডানপন্থী নেতা মেরিন লে পেনসহ অন্যান্য বিরোধী দলের সদস্যদের সাথে ধারাবাহিক বৈঠক করেন।

এছাড়া ম্যাক্রোঁ তার নিজের দল এবং মিত্র প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। আগামী বুধবার অন্যান্য দলগুলোর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতির একটা "সম্ভাব্য গঠনমূলক সমাধান" খোঁজার লক্ষ্যই ছিল ওইসব আলোচনা।

ম্যাক্রোঁ এখনো নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

XS
SM
MD
LG