অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে আগ্রহী তাসকিন


বাংলাদেশের তাসকিন আহমেদ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথম দিনে বল করার প্রস্তুতি নিচ্ছেন। (ছবি মার্কো লঙ্গারি / এএফপি)
বাংলাদেশের তাসকিন আহমেদ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথম দিনে বল করার প্রস্তুতি নিচ্ছেন। (ছবি মার্কো লঙ্গারি / এএফপি)

ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত বাংলাদেশের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজে ভালো করতে আগ্রহী বলে জানিয়েছেন এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে ২৪ জুন দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

ওই দুটি সিরিজেই অংশ নেবেন তাসকিন। এর আগে চোটের কারণে টেস্টে খেলতে পারেননি তিনি।

বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় অংশ নেন তাসকিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, "সবকিছু ঠিকঠাক আছে- আমি সুস্থ হয়েছি বলে ডাক্তার সন্তুষ্ট, আমি ফিটনেস পরীক্ষা নিয়েও সন্তুষ্ট। এখন আমাকে মাঠে ভালো খেলতে হবে। আমি সত্যিই ভালো করতে আগ্রহী।"

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই পেসার।

XS
SM
MD
LG