উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক ডেকেছেন।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বুধবার বলেছে, কেন্দ্রীয় সামরিক কমিশনের বৈঠক মঙ্গলবার শুরু হয়েছে এবং এতে এই বছরের এ পর্যন্ত প্রতিরক্ষা কার্যক্রমের পর্যালোচনা করা এবং সামরিক সক্ষমতা সম্প্রসারণ এবং প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের জন্য “গুরুত্বপূর্ণ এবং জরুরি কার্যক্রমসমূহ” নিশ্চিত করার ব্যাপারটি অন্তর্ভুক্ত থাকবে।
প্রায় ৫ বছরের মধ্যে উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ দেশটিতে রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বছরের প্রেক্ষিতে আলোচনাটি শুরু হয়েছে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।